
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদল বিক্ষোভ মিছিল করে আওয়ামী সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবি জানিয়েছে।
চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে এ মিছিলটি হয়।
১৫ ই আগস্ট (বৃহস্পতিবার) নগরীর ষোলশহর রেল স্টেশন থেকে শুরু হয়ে দুই নং গেইট-জিইসি ঘুরে নগরীর বিপ্লব উদ্যানে এসে শান্তিপূর্ণ অবস্থান নেয় ছাত্রদলের নেতাকর্মীরা।
এ সময় আব্দুলাহ্ আল নোমান বলেন, শেখ হাসিনাকে দেশে এনে হত্যাযজ্ঞের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের ব্যবস্থা করতে হবে।
এ সময় তিনি শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে অন্তর্বর্তীকালীন সরকার আহবান জানান।
সাধারণ শিক্ষার্থীর যেকোন যৌক্তিক আন্দোলনে পাশে থাকার ঘোষণা দিয়ে তিনি বলেন, অতীতের ন্যায় ভবিষ্যতেও ছাত্রদল শিক্ষার্থীদের অধিকার আদায়ের সংগ্রামে পাশে থাকবে।
বিবার্তা/মহসিন/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]