
লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ, ভিসির পদত্যাগ ও দ্রুত ক্যাম্পাস খুলে দেয়ার দাবিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা।
বুধবার (১৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি অনুষদ ভবনের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
অবস্থান কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিকৃবির স্বমন্বয়করা বলেন, ভিসি সীমাহীন দুর্নীতি, স্বেচ্ছাচারিতা,নিয়োগ বাণিজ্য করে একক ক্ষমতার কথা ক্যাম্পাসে সবাই জানেন। আমরা চাই উপাচার্য জামাল উদ্দিন ভূঁইয়ার দেশের যেখানেই থাকুক তিনি মৌখিক পদত্যাগ করে পরবর্তীতে পদত্যাগ বাকি কার্যক্রমগুলো সম্পন্ন করবেন। এছাড়াও তার সহচর প্রশাসনের কর্মকর্তাদের ও ক্যাম্পাসে আন্দোলনের সময় ক্যাম্পাসে ছাত্রদের উপর যারা হামলা করেছিল এদের প্রত্যেকের বিচার দাবি করছি এবং দ্রুত সময়ে ক্যাম্পাসে খোলা ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানাচ্ছি।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]