উপ-উপাচার্যসহ তিনদপ্তরে তালা ঝুলালো কুবির সমন্বয়করা
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪, ২৩:০১
উপ-উপাচার্যসহ তিনদপ্তরে তালা ঝুলালো কুবির সমন্বয়করা
কুবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পদত্যাগের জন্য বেঁধে দেওয়া ২৪ ঘন্টার আল্টিমেটামে সাড়া না দেওয়ায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপ-উপাচার্য দপ্তর, আইকিউএসি দপ্তর ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবু তাহেরের রুমে তালা ঝুলিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।


তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসানের রুম খুঁজলেও পাওয়া যায়নি।


মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেল ৫ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অবস্থিত দপ্তরগুলোতে তালা ঝুলিয়ে দেয় সমন্বয়করা।


সমন্বয়ক মোহাম্মদ সাকিব হোসেন বলেন, 'আমরা চাই ক্যাম্পাসে সুস্থ ও সুন্দর পরিবেশ বিরাজ করুক। সকল ধরনের দুর্নীতি উৎখাত হউক। আমাদের হলগুলোতে যদি কেউ দলীয় এজেন্ডা বাস্তবায়ন করতে আসে, তাহলে আমরা সকলে মিলে একসাথে তা প্রতিহত করবো। আন্দোলনের সময় যারা আমাদের ছোট ভাইদের ধরে নিয়ে মেরেছেন, তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে ক্যাম্পাস ছেড়ে চলে যাবেন বলে আশা করি। আমরা আপনাদের সাথে সংঘাত চাই না।'


এর আগে রবিবার (১১ আগস্ট) সংবাদ সম্মেলন করে রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবু তাহের ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান এবং অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জাকির হোসেনকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দেয় সমন্বয়করা। তবে আজ তারা রেজিস্ট্রারের পদত্যাগের বিষয়টি প্রত্যাহার করে নিয়েছে। এ ব্যাপারে সংবাদ সম্মেলনে তাদের জিজ্ঞেস করা হলে তারা জানান, গত ৬ বছর উনি বঞ্চিত ছিলেন। সেই বিষয়টি সম্পর্কে আমরা অবগত ছিলাম না। জানার পর আমরা ওনার পদত্যাগের বিষয়টি প্রত্যাহার করে নিলাম।


বিবার্তা/প্রসেনজিত/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com