রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে ডিনদের সাথে আলোচনায় বাকৃবি শিক্ষার্থীরা
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪, ২২:৩১
রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে ডিনদের সাথে আলোচনায় বাকৃবি শিক্ষার্থীরা
বাকৃবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধ এবং দলীয় রাজনীতির ব্যানারে নির্যাতন নিপীড়নকারীদের বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিলের আহবায়কসহ ডিনবৃন্দের সাথে আলোচনা করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।


১৩ আগস্ট, মঙ্গলবার দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


এসময় উপস্থিত ছিলেন বাকৃবি ডিন কাউন্সিলের আহ্বায়ক এবং কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. খন্দকার মো. মোস্তাফিজুর রহমান, পশুপালন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রুহুল আমিন, মৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার এবং ভেটেরিনারি অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান প্রমুখ।


জানা যায়, সকাল সাড়ে ১১ টার দিকে শিক্ষার্থীরা রাজনীতি বন্ধের জন্য একটি বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিল শেষে তারা প্রশাসনিক ভবনের ভিতরে ঢুকে ভিতর থেকেই তালা মেরে দেয়। পরে তারা প্রশাসনিক বিভিন্ন শাখার প্রধান কর্মকর্তাদের সাথে রেজিস্ট্রার অফিসে আলোচনায় বসে। সেখানে ফলপ্রসূ কোনো উত্তর না পাওয়ায় তারা ডিন কাউন্সিলের আহ্বায়কের সাথে কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন অফিসের সম্মেলন কক্ষে শিক্ষার্থীদের সাথে ডিনবৃন্দের আলোচনা হয়। প্রায় ২ ঘণ্টা শিক্ষার্থীদের সাথে আলোচনা করেন ডিন ও শিক্ষকবৃন্দ। মূলত শিক্ষার্থীরা ডিনদের কাছে থেকে ক্যাম্পাসে রাজনীতি বন্ধের জন্যে লিখিত চেয়েছিলো। কিন্তু ডিনবৃন্দ এ বিষয়ে বলেন, এটি তাদের এখতিয়ারের বাইরে।


এ বিষয়ে ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, আমি শিক্ষার্থীদের দাবির সাথে শতভাগ একমত। ক্যাম্পাসে রাজনীতি আমিও চাই না। কিন্তু এখন ক্যাম্পাসে কোনো প্রশাসন নেই। উপাচার্য, রেজিস্ট্রার সবাই পদত্যাগ করেছেন। আগামী সপ্তাহের মধ্যে উপাচার্য নিয়োগ হলে প্রথমে জরুরি মিটিং ডেকে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে। পরে সিন্ডিকেট ডেকে আমরা রাজনীতি বন্ধের বিষয়ে আলোচনা করবো। আমি ডিন কাউন্সিলের আহ্বায়ক হিসেবে বিষয়টি লিখিত আকারে সিন্ডিকেটে তুলে ধরবো।


বিবার্তা/আমান/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com