রাবিপ্রবিতে ‘দলীয় রাজনীতি’ নিষিদ্ধ
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪, ১৯:৩০
রাবিপ্রবিতে ‘দলীয় রাজনীতি’ নিষিদ্ধ
রাবিপ্রবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের ‘দলীয় রাজনীতি’ নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


১৩ আগস্ট, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে এক বিজ্ঞপ্তি জানিয়েছে প্রশাসন।


রাবিপ্রবির উপ-রেজিস্ট্রার অনিল জীবন চাকমার সই করা জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘এতদ্বারা রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের অবগতির জন্যে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, অদ্য ১৩ আগস্ট তারিখে অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের জরুরি (৬ষ্ঠ) সভার সিদ্ধান্ত ৬.১ (ক) অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের দলীয় রাজনীতি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হলো।’ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানায় ডেপুটি রেজিস্ট্রার।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com