
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দখল হয়ে যাওয়া আবাসিক হল উদ্ধারে আন্দোলন শুরুর ঘোষণা দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এবার বেদখল হল উদ্ধারে শিক্ষার্থীদের সঙ্গে মাঠে নামতে চায় ঢাকা জেলা প্রশাসন।
১৩ আগস্ট, মঙ্গলবার ঢাকা জেলা প্রশাসনের কনফারেন্স রুমে জবি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন প্রশাসক মো. আনিসুর রহমান।
জেলা প্রশাসক বলেন, আপনারা যে অভিযোগগুলো করেছেন তার ভেতরে হল উদ্ধার আমাদের জেলা প্রশাসনের একটি বড় দায়িত্ব। জেলা প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন মিলে আমরা এক একটা করে হলের কাগজপত্র সরবরাহ করে শিক্ষার্থীদের নিয়ে হল উদ্ধার করতে চাই। হল উদ্ধারে আমরা আগামীকাল থেকেই মাঠে নামতে চাই। শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আমরা এ কাজটি করব।
আনিসুর রহমান আরো বলেন, অনেক ক্ষেত্রে দেখা যায় হল দখল করে জাল দলিল করা হয়। এটার বিষয়ে আপত্তি দিলে হাইকোর্ট পর্যন্ত চলে যায়। এসব বিষয়ে সতর্ক থেকে কাজ করতে হবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসএম মুন্না বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। জগন্নাথের কোনো ছাত্র সংগঠনের পরিচয় দিয়ে কেউ যদি চাঁদাবাজি বা হল উদ্ধার আন্দোলনের নামে কোনো নাশকতা করতে চায় তার বিরুদ্ধে আশা করছি জেলা প্রশাসন আইনানুগ ব্যবস্থা নেবে।
পুরান ঢাকায় চাঁদাবাজির অভিযোগ উল্লেখ করে শিক্ষার্থী মাকসুদুল হক বলেন, আগে আওয়ামী লীগ চাঁদাবাজি করতো। এখন বিএনপি করছে। তাদের বিষয়ে জেলা প্রশাসন কী ভূমিকা রাখবে। এছাড়া শ্যামবাজারে যে চাঁদাবাজি হয় সেখানে পুলিশ জড়িত। এছাড়া যারা অবসরপ্রাপ্ত শিক্ষক আছেন তারা পেনশনের টাকা পেতে অনেক ভোগান্তিতে পড়েন। এ বিষয়ে জেলা প্রশাসনের ভূমিকা আশা ব্যক্ত করেন তিনি।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]