
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন পদত্যাগ করেছেন। রবিবার (১১ আগস্ট) দুপুর ১২ টার দিকে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র পাঠান তিনি। বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক।
এর আগে গতকাল সন্ধ্যার দিকে কুবি উপাচার্য ও প্রক্টরিয়াল বডির পদত্যাগ চেয়ে সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।
রাষ্ট্রপতির কাছে দেওয়া পদত্যাগ পত্রে কারণ হিসেবে ড. আবদুল মঈন উল্লেখ করেন, 'আমি আমার ব্যক্তিগত কারণে উপাচার্য পদ হতে এই চিঠির মাধ্যমে অদ্য অপরাহ্ণ থেকে পদত্যাগ করিতে আপনার (রাষ্ট্রপতি) নিকট পদত্যাগ পত্র পেশ করলাম।'
এর আগে ২০২২ সালের ৩১ জানুয়ারি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সপ্তম উপাচার্য হিসেবে তিনি যোগদান করেন। চারবছরের মেয়াদ শেষ হওয়ার আগেই আজ রবিবার পদত্যাগ করেন।
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দাবির মুখে গতকাল রাতে ব্যক্তিগত কারণ দেখিয়ে কুবি প্রক্টরিয়াল বডির সকলে একযোগে পদত্যাগ করেন। এছাড়াও পদত্যাগ করেন দুইজন আবাসিক শিক্ষক।
বিবার্তা/প্রসেনজিত/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]