
ব্যক্তিগত কারণ পদত্যাগ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম, প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া।
বৃহস্পতিবার (৮ আগস্ট) নাম প্রকাশ না করার শর্তে পদত্যাগকৃতদের একজন বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, বৃহস্পতিবার ই-মেইলের মাধ্যমে শিক্ষা সচিব বরাবর পদত্যাগপত্র প্রেরণ করেন তারা। ব্যক্তিগত কারণ দেখিয়ে করেন বিশ্ববিদ্যালয়ের এই শীর্ষ তিন কর্মকর্তা।
প্রসঙ্গত, ২০২০ সালের ২০ আগস্ট ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাবেক ভিসি প্রফেসর ড. হারুন উর রশিদ আসকারীর মেয়াদ শেষ হলে ওই বছরের ২৯ সেপ্টেম্বর নিয়োগ পান প্রফেসর ড. শেখ আবদুস সালাম। এছাড়া ২০২১ সালের ৩০ জুন প্রো-ভিসি হিসেবে প্রফেসর ড. মাহবুবুর রহমান এবং ৫ মে ট্রেজারার হিসেবে প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া নিয়োগ পান।
বিবার্তা/জায়িম/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]