
আগামী ১২ আগস্ট থেকে অনলাইনে ক্লাস ও ২৫ আগস্ট থেকে সশরীরে ক্লাস ও পরীক্ষার মধ্য দিয়ে খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। এছাড়া আগামী ১১ আগস্ট থেকে খুলছে আবাসিক হলসমূহ।
বুধবার (৭ আগস্ট) রাত সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ৯৯তম সিন্ডিকেটে সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন।
তিনি জানান, শুধুমাত্র বৈধ শিক্ষার্থী আবাসিক হলগুলোতে থাকতে পারবে। ছাত্রত্বহীন কেউ থাকতে পারবেন না। পাশাপাশি মেধার ভিত্তিতে হলের সিট বণ্টন করা হবে।
উল্লেখ্য, এর আগে গত দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে গত ১৭ জুলাই ৯৮ তম জরুরি সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় বন্ধ করা হয়।
বিবার্তা/প্রসেনজিত/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]