
কুমিল্লা বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে।
৭ আগস্ট, বুধবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এম এম শরীফুল করীমের সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
কোটা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সভাপতি সভা শুরু করেন। সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার, ড. মোহাম্মদ সোলায়মান, গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন প্রমুখ এবং কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।
সভায় উপস্থিত সকলের সর্বসম্মতি ক্রমে নিম্নোক্ত সিদ্ধান্ত গৃহীত হয়।
১. অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চালু ও আবাসিক হলসমূহ খুলে দেয়ার জন্য প্রশাসনকে অনুরোধ জানানোর সিদ্ধান্ত গৃহীত হয়।
২. জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী পরিষদ পরিচালনার জন্য একটি নির্বাহী কমিটি গঠন করা হবে। নির্বাহী কমিটির মাধ্যমে ঐক্য পরিষদের সকল কার্যক্রম পরিচালিত হবে।
৩. বঞ্চিত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সমস্যা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার নিমিত্তে একটি সেল গঠন হবে।
৪. কেউ যাতে কোন বিশৃঙ্খলা ও হঠকারিতা করতে না পারে সে লক্ষ্যে সবাইকে সজাগ থাকতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের কোন সদস্য যদি কোথায়ও আক্রান্ত কিংবা হয়রানির শিকার হয় তাদেরকে সহায়তা ও নিরাপত্তা প্রদানের জন্য একটি সেল গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
৫. বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন ভিত্তি প্রস্তরটি পুনঃস্থাপন করা হবে।
৬. কোটা আন্দোলনে সকল শহীদদের প্রতি মাগফেরাত কামনা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হবে।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]