
একাদশ শ্রেণিতে চতুর্থ দফার ভর্তি আবেদনের তারিখ প্রকাশ করা হয়েছে। অনলাইনে শুরু হবে আগামী ১১ আগস্ট থেকে। আবেদন চলবে ১৪ আগস্ট পর্যন্ত। মঙ্গলবার বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক আদেশে এসব তথ্য জানা যায়।
জরুরি আদেশে বলা হয়েছে, চতুর্থ ধাপের আবেদনের ফল প্রকাশ করা হবে ১৭ আগস্ট (রাত ৮টা)। আর শিক্ষার্থীর নিশ্চায়ন শুরু হবে ১৮ আগস্ট, চলবে ১৯ আগস্ট পর্যন্ত (রাত ৮টা)। সব প্রক্রিয়া শেষে চতুর্থ ধাপে কলেজে ভর্তি শুরু হবে আগামী ২০ আগস্ট।
আন্দোলনের মধ্যে গত ১৬ জুলাই সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসা-পলিটেকনিকসহ সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
এরপর পিছিয়ে যায় একাদশ শ্রেণির ক্লাস শুরুর তারিখ। একই সঙ্গে বন্ধ থাকে চতুর্থ দফার কলেজে ভর্তির অনলাইনে আবেদন।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]