
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের হল ছাড়ার নোটিশ প্রত্যাহার করার দাবিতে উপাচার্যের বাসভবনের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করছে কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।
বুধবার (১৭ জুলাই) দুপুর সাড়ে ৩ টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাস ভবনের সামনে অবস্থান করে। এসময় বিভিন্ন স্লোগান দিতে থাকে আন্দোলনকারী শিক্ষার্থীরা৷
এর আগে দুপুরে গায়েবানা জানাজা ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে মুক্তমঞ্ছে বিক্ষোভ ও সমাবেশ করে শিক্ষার্থীরা। এরপর রেজিস্ট্রারের বিরুদ্ধে স্লোগান দিয়ে তারা প্রশাসনিক ভবনে যায়। সেখান থেকে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা ক্যাম্পাস ত্যাগ করলে আমরা করবো, তাছাড়া নয়।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]