হল ছাড়তে নারাজ চবির ছাত্রীরা, উপাচার্য বরাবর আবেদন
প্রকাশ : ১৭ জুলাই ২০২৪, ১৭:২৮
হল ছাড়তে নারাজ চবির ছাত্রীরা, উপাচার্য বরাবর আবেদন
চবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসন সিন্ডিকেট সভায় সকল শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিলেও হল ছাড়তে নারাজ ছাত্রীরা। হল না ছাড়ার দাবিতে জানিয়ে উপাচার্য বরাবর আবেদন করেছেন ছাত্রী হলের সাধারণ শিক্ষার্থীরা।


১৭ জুলাই, বুধবার এ আবেদন করে হলে অবস্থান অব্যাহত রাখেন শিক্ষার্থীরা।


উপাচার্য বরাবর আবদনেপত্রে শিক্ষার্থীরা বলেন, আমরা সাধারণ শিক্ষার্থী যারা হলে অবস্থান করছি তাদের অধিকাংশেরই নানাবিধ প্রয়োজনীয়তার কারণে হল ত্যাগ করা সম্ভব নয়। এমতাবস্থায়, সাধারণ শিক্ষার্থীদের হলে অবস্থান করা অপরিহার্য হয়ে পড়েছে।


আবেদনপত্রে সাধারণ শিক্ষার্থীরা তিনটি দাবি জানান দাবিসমূহ হচ্ছে, সাধারণ শিক্ষার্থীদের কোনো অবস্থাতেই হল ত্যাগে বাধ্য করা যাবে না। হলের বাইরে সার্বক্ষনিক নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসন বহন করবে। হলে অবস্থানরত শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বক্ষণ একজন হাউজ টিউটর উপস্থিত থাকবেন।


এর আগে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হওয়া এক জরুরি সিন্ডিকেট সভায় মেয়েদের সন্ধ্যা ৬টার মধ্যে এবং ছেলেদের রাত সাড়ে ৯টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে প্রভোস্টদের সবগুলো রুম সিলগালা করার নির্দেশ দেয়া হয়েছে।


বিবার্তা/মহসিন/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com