এইচএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ১৩ হাজার ৭০৯ জন, বহিষ্কার ২০!
প্রকাশ : ০২ জুলাই ২০২৪, ১৮:৩৮
এইচএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ১৩ হাজার ৭০৯ জন, বহিষ্কার ২০!
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

এইচএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ১৩ হাজার ৭০৯ জন। এ দিন অসদুপায় অবলম্বনের দায়ে ২০ জনকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে ১৯ জন পরীক্ষার্থী ও একজন পরিদর্শক।


২ জুলাই, মঙ্গলবার পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।


জানা গেছে, বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে। সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা আগামী ১১ জুলাই শুরু হবে।


ওইদিন আটটি বোর্ডে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, মোট পরীক্ষার্থী ছিল নয় লাখ ৩২ হাজার ৫০৯ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে নয় লাখ ২২ হাজার ৬২ জন। অনুপস্থিত ছিল ১০ হাজার ৪৪০ জন। পরীক্ষায় অনুপস্থিত হার ১.১২ শতাংশ। অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে ১৬ জনকে। এর মধ্যে একজন পরিদর্শক, বাকি ১৫ জন পরীক্ষার্থী।


অন্যদিকে, মাদ্রাসা শিক্ষাবোর্ডে (সিলেট বিভাগ বাদে) আরবি দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল, পরীক্ষার্থী সংখ্যা ৭৮ হাজার ২৭৮ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৭৫ হাজার ৯ জন। অনুপস্থিত ছিল তিন হাজার ২৬৯ জন। মাদ্রাসা বোর্ডে অনুপস্থিত হার ৪.১৭ শতাংশ। বহিষ্কার হয়েছে চারজন।


বিবার্তা/সানজিদা/রোমেল/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com