চবি উপাচার্যের সাথে হিস্ট্রি ক্লাবের সৌজন্য সাক্ষাৎ
প্রকাশ : ১০ জুন ২০২৪, ১৬:৫১
চবি উপাচার্যের সাথে হিস্ট্রি ক্লাবের সৌজন্য সাক্ষাৎ
চবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হিস্ট্রি ক্লাব চিটাগং ইউনিভার্সিটি এর নবগঠিত কার্যনির্বাহী পরিষদ এর নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবু তাহেরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।


১০ জুন, সোমবার সকাল ১০টায় উপাচার্যের অফিস কক্ষে এ সাক্ষাৎ সংগঠিত হয়।


শুভেচ্ছা বিনিময় কালে উপাচার্য নতুন গভর্নিং ও এক্সিকিউটিভ বোর্ড সদস্যদের শুভেচ্ছা জানিয়ে বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্র-ছাত্রীদের দক্ষতা উন্নয়নে ও ইতিহাসকে সহজবোধ্যভাবে তরুণদের সামনে উপস্থাপনায় হিস্ট্রি ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।


এছাড়াও তিনি হিস্ট্রি ক্লাবের উন্নয়নে দিকনির্দেশনামূলক পরামর্শ দেন এবং উক্ত সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করেন।


শুভেচ্ছা বিনিময়ের সময় উপস্থিত ছিলেন হিস্ট্রি ক্লাবের সভাপতি ইব্রাহিম আদহাম, সাধারণ সম্পাদক সাবিকুন নাহার দীপ্তি, যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান মাহিম, ফিন্যান্স হেড সানজিদা আক্তার মীম, রিসার্চ অ্যান্ড ডকুমেন্টেশন হেড নাজিফা মোস্তাফিজ ও অন্যান্য সদস্যবৃন্দ।


উল্লেখ্য গত ২৪ মে, ২০২৪ চারুকলা অনুষদে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় আগামী একবছরের জন্য হিস্ট্রি ক্লাব চিটাগং ইউনিভার্সিটির কার্যনির্বাহী কমিটি ২০২৪-২৫ ঘোষণা করা হয়। উক্ত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব লাভ করেন, দর্শন বিভাগের (২০১৮-১৯) শিক্ষার্থী ইব্রাহিম আদহাম এবং সাধারণ সম্পাদক হিসেবে রাজনীতি বিজ্ঞান বিভাগের (২০১৯-২০) শিক্ষার্থী সাবিকুন নাহার দীপ্তি।


বিবার্তা/মহসিন/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com