
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়ন কমিটির উদ্যোগে ‘দুর্নীতি বিরোধী সচেতনতামূলক’ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
৯ জুন, রবিবার বাউবির গাজীপুর ক্যাম্পাসে অনুষ্ঠিত এ র্যালির নেতৃত্ব দেন উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার।
র্যালিতে বাউবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল, রেজিস্ট্রার ড. মহা. শফিকুল আলম, ডিন, পরিচালকবৃন্দ এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. শহীদুর রহমানসহ বিভিন্ন স্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ অংশ নেন।
পরে শুদ্ধাচার কমিটির সভাপতি ও বাউবি ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল এর সভাপতিত্বে “বাউবিতে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এক মতবিনিময় সভা” অনুষ্ঠিত হয়।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]