
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগের ১ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক রাজীব আহমেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক শিবলী সাদিকের সমন্বয়ে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এবং নীলক্ষেত হাই স্কুল- এ ৫০টি করে মোট ১০০টি বৃক্ষ রোপণ করা হয়।
৬ জুন, বৃহস্পতিবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান এর নির্দেশনায় এ বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়।
শিক্ষার্থীরা বাংলাদেশ ছাত্রলীগের এমন কর্মসূচিতে অংশগ্রহণ করতে পেরে আনন্দ প্রকাশ করে।
এ বিষয়ে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের স্কুল ছাত্রবিষয়ক সম্পাদক রাজীব আহমেদ বলেন, শিক্ষার্থীদের সাথে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণকে আমরা আরও অগ্রসর করব।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক শিবলী সাদিক বলেন, বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষার্থীদের সাথে নিয়েই উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে যাবে এবং দেশরত্নের স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে অগ্রসর ভূমিকা রাখবে।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]