
আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে।
৫ জুন, বুধবার সকাল ১০টায় প্রশাসন ভবনের সামনে থেকে উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন-এর নেতৃত্বে শিক্ষক- শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে এক আনন্দ র্যালি বের হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
এ সময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ্উদ্দীন উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম, প্রক্টর ড. মো. কামাল হোসেন, ছাত্র উপদেষ্টা ড. মো. নাজমুল হোসেন’সহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, হল প্রভোস্ট’সহ শিক্ষক- শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা।
র্যালি শেষে উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ্উদ্দীন জাতীয় সঙ্গীতের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন।
এরপর উপাচার্য বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে শুভেচ্ছা বক্তব্যে বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয় ১৬ বছরে পদার্পণ করলো। আমরা সামনের এদিকে এগিয়ে যাচ্ছি। আগামীর বাংলাদেশকে গড়ে তোলার লক্ষ্যে দক্ষ মানবসম্পদ গড়ে তুলছি।
এরপর রসায়ন বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে উপাচার্য কেক কাটেন। এবং বিশ্ববিদ্যালয় দিবস ও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে উপাচার্য ও কোষাধ্যক্ষ ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন।
বৃক্ষরোপণ শেষে উপাচার্য ও কোষাধ্যক্ষ ভূগোল ও পরিবেশ বিভাগের একটি র্যালিতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে যোগ দেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের অতিরিক্ত পরিচালক ফারুক হোসেন চৌধুরী।
এদিকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে ভূগোল ও পরিবেশ বিভাগ এবং রোসাটমের যৌথ উদ্যোগে একটি সেমিনারের আয়োজন করে। সেমিনারে উপাচার্য, কোষাধ্যক্ষ ও রোসাটামের প্রতিনিধিরা পরিবেশ নিয়ে আলোচনা করেন।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]