ইবিতে বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক কমিটি গঠন
প্রকাশ : ০৩ জুন ২০২৪, ২২:৫০
ইবিতে বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক কমিটি গঠন
ইবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন ‘বঙ্গবন্ধু পরিষদ’র আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।


৩ জুন, সোমবার সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক এ কমিটির অনুমোদন দেন।


এতে ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল আরফীনকে আহ্বায়ক ও ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মাহবুবর রহমানকে সদস্য সচিব করা হয়েছে।


৩১ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক ড. শেলীনা নাসরীন ও অধ্যাপক ড. মিয়া রাসিদুজ্জামান। সদস্য হিসেবে রয়েছেন অধ্যাপক ড. কাজী আখতার হোসেন, অধ্যাপক ড. মামুনুর রহমান, অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন, অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, অধ্যাপক ড. আহসান-উল-আম্বিয়া, অধ্যাপক ড. ইব্রাহিম আব্দুল্লাহ, অধ্যাপক ড. রবিউল হোসেন, অধ্যাপক ড. রুহুল আমিন, অধ্যাপক ড. ধনঞ্জয় কুমার, অধ্যাপক ড. তপন কুমার রায়, অধ্যাপক ড. সুধাংশু কুমার বিশ্বাস, অধ্যাপক ড. জাহাঙ্গীর সাদাত, অধ্যাপক ড. আনিছুর রহমান, অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মাসুদ, অধ্যাপক ড. রকিবুল ইসলাম, সহযোগী অধ্যাপক প্রদীপ কুমার অধিকারী, সহযোগী অধ্যপক সাজ্জাদ হোসেন জাহিদ, সহযোগী অধ্যাপক ড. লিটন বরণ সিকদার, সহযোগী অধ্যাপক এম. এম. নাসিমুজ্জামান, সহকারী অধ্যাপক জনাব রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক জনাব শরিফুল ইসলাম, সহকারী অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, সহকারী অধ্যাপক জনাব রবিউল ইসলাম, সহকারী অধ্যাপক জনাব শহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক জনাব সাহিদা আখতার, প্রভাষক জনাব ইমতিয়াজ ইসলাম ও প্রভাষক অনিন্দিতা হাবিব।


কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে দীর্ঘদিনের আদর্শিক শিক্ষকদের বিভাজন একীভূত করে আহ্বায়ক কমিটি গঠন করায় গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করি সকলের আন্তরিক সহযোগিতায় কেন্দ্রীয় কমিটি ও ইবি শিক্ষকদের প্রত্যাশিত আদর্শিক কর্মকাণ্ড পরিচালনা করতে আমরা সামর্থ্য হবো।


আহ্বায়ক অধ্যাপক ড. মাহবুবুল আরফীন বলেন, আমি চাই এই সংগঠনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর আদর্শ আরো অধিক হারে চর্চা করতে। অনেক আগে থেকেই কেন্দ্র থেকে একটি কমিটির অনুমোদন দেয়া ছিল। কিন্তু আমাদের মাঝে কিছু বিভেদ ছিল আমাদের এ সকল বিভেদ ঘুচিয়ে কেন্দ্রের মাধ্যমে নতুন এ কমিটি গঠিত হয়েছে। কেন্দ্রের দেয়া গাইড লাইন মত কাউন্সিলের মাধ্যমে আমরা অতি শীঘ্র পূর্ণাঙ্গ কমিটি করব।


বিবার্তা/জায়িম/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com