
পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলসমূহ খোলা রাখার দাবিতে প্রধান ফটক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
৩ জুন, সোমবার বেলা ১২টার দিকে তাদের দাবি সংবলিত স্মারকলিপি দিতে উপাচার্য কার্যালয়ের যান শিক্ষার্থীরা। এসময় উপাচার্য একটি মিটিংয়ে থাকায় তাৎক্ষণিক সাড়া না পেয়ে ক্ষুব্ধ হয়ে প্রধান ফটক অবরোধ করেন তারা।
জানা যায়, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষ্যে আগামী ১০ জুন সকাল ১০টার মধ্যে আবাসিক হলগুলো থেকে শিক্ষার্থীদের চলে যাওয়ার নির্দেশ দেয় প্রভোস্ট কাউন্সিল। এ ছুটিতে ১৫ দিন হল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কাউন্সিল। এতে ক্ষুব্ধ হয়ে ঈদের ছুটিতেও হল খোলা রাখার দাবি নিয়ে সোমবার বেলা ১২টায় উপাচার্যের নিকট স্মারকলিপি দিতে যান শিক্ষার্থীরা। তবে উপাচার্য মিটিংয়ে থাকায় তাদের সাথে তাৎক্ষণিক দেখা করতে না পারায় ক্ষুব্ধ হয়ে প্রধান ফটকে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে প্রক্টরিয়াল বডির সদস্য প্রভাষক ইয়ামিন মাসুম ও প্রভাষক নাসির মিয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপাচার্যের সঙ্গে সাক্ষাতের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন। এরপর বিকেল তিনটার দিকে শিক্ষার্থীদের প্রতিনিধিদল উপাচার্যের বাসভবনে উপস্থিত হয়ে তার নিকট স্মারকলিপি দেন।
শিক্ষার্থীদের দাবি, অনেক চাকরিপ্রত্যাশীর সামনে বিভিন্ন পরীক্ষা আছে। এই লম্বা ছুটি বাসা গেলে লেখাপড়ার ধারাবাহিকতা নষ্ট হয়। ফলে অনেকে বাধ্য হয়ে বন্ধুদের মেসে থাকেন। তাই শিক্ষার্থীদের কথা চিন্তা করে এ ছুটিতে হল খোলা রাখার দাবি জানান শিক্ষার্থীরা।
এদিকে এর আগে বেলা সাড়ে ১১টায় একই বিষয়ে উপাচার্যের নিকট স্মারকলিপি প্রদান করেছে বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর জোট ‘সামাজিক ও সাংস্কৃতিক মঞ্চ’ (ঐক্যমঞ্চ)।
এ বিষয়ে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. আসাদুজ্জামান বলেন, একসঙ্গে দুইটা ছুটি থাকায় হল একটু বেশি সময়ের জন্য বন্ধ করা হয়েছে। এছাড়া বন্ধের সময় হল খোলা রাখলেও বেশিরভাগ শিক্ষার্থী হলে থাকেন না। এছাড়া বছরের এসময়ে হলের কর্মকর্তা-কর্মচারীদেরও ছুটির প্রয়োজন হয়। তবে শিক্ষার্থীদের দাবির বিষয়ে প্রশাসন আমাদের চিঠি দিলে বিষয়টি নিয়ে একসঙ্গে বসে সিদ্ধান্ত নেয়া হবে।
সার্বিক বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, এ বিষয়ে যদি আগে জানানো হতো তাহলে একটা সিদ্ধান্ত নেয়া যেত। সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে যাওয়ায় এখন আর হল খোলা রাখা সম্ভব হচ্ছে না। শিক্ষার্থীরা চাইলে আগামীতে বিষয়টি বিবেচনা করা হবে।
বিবার্তা/জায়িম/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]