
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ‘পাবলিক স্পিকিং ও প্রেজেন্টেশন কম্পিটিশন ২০২৪ আয়োজন করেছে নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল ল’ স্টুডেন্টস (নিলস) চিটাগং ইউনিভার্সিটি।
১ জুন, শনিবার সংগঠনটির সাধারণ সম্পাদক ইতমিনান মনির বাসিলিস এবং সামিহা হক শাহীর সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের গ্যালারিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে নিলস বাংলাদেশের প্রেসিডেন্ট সাবিত কায়েস রাহাত বলেন, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের যোগ্যতাকে আরো ফুটিয়ে তুলতে সাহায্য করবে। শিক্ষার্থীদের যুক্তিবাদী মনন বিকাশে সহায়তা করবে। আমরা আশা করছি অংশগ্রহণকারীরা এর মাধ্যমে নিজেদের ভীতি কাটিয়ে উঠবে।
সাবেক ভাইস প্রেসিডেন্ট (কম্পিটিশন) তাশনিয়া মজুমদার দ্যুতি বলেন, বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী পাবলিক স্পিকিংয়ের দক্ষতার অভাবে শিক্ষাক্ষেত্রে নানা জটিলতার মুখামুখি হয়। এ ধরনের প্রতিযোগিতা তাদের দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষাক্ষেত্রে সফলতা লাভে সাহায্য করবে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির লেকচারার এডভোকেট মিসেস ফারহাত ইসলাম, নিলস বাংলাদেশের সাবেক এসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট (ইভেন্টস) ওয়াইদাতুল আকমাম তাসিন, নিলস বাংলাদেশের সাবেক ভাইস প্রেসিডেন্ট(কম্পিটিশন) তাশনিয়া মজুমদার দ্যুতি, নিলস বাংলাদেশের প্রেসিডেন্ট সাবিত কায়েস রাহাত, নিলস বাংলাদেশের জেনারেল সেক্রেটারি এম মনিরুল ইসলাম এবং নিলস বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট(ইভেন্টস) অভিজিৎ বড়ুয়া।
অনুষ্ঠানে তিন রাউন্ডে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ‘সেরা বক্তা’র মুকুট লাভ করেন মাহমুদুল হাসান, ‘অসাধারণ বক্তা’ হিসাবে বিজয়ী হোন জিয়াউল হক এবং ‘সম্ভাবনাময় বক্তা’ হিসাবে বিজয়ী হোন রুশমিলা ফাইরুজ।
উল্লেখ্য, নিলস চিটাগাং ইউনিভার্সিটি চ্যাপ্টার এই ধরনের স্কিল ডেভেলপমেন্ট কম্পিটিশন আয়োজনের মাধ্যমে আইনের শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
বিবার্তা/মহসিন/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]