
তীব্র তাপপ্রবাহের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একাডেমিক ও দাপ্তরিক ছুটির বিষয়ে রবিবার (২১ এপ্রিল) সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্বে থাকা উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ।
২০ এপ্রিল, শনিবার সন্ধ্যায় তিনি এ তথ্য জানিয়েছেন।
অধ্যাপক সামাদ বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করতে হলে নিয়ম রয়েছে। সিন্ডিকেট মিটিং ডাকতে হবে। কী করা যায়, তা নিয়ে আগামীকাল বসব। কীভাবে কী করা যায়, তা নিয়ে আলোচনা করব। আলোচনা করে আমরা জানিয়ে দেব।’
এদিকে শনিবার দুপুরে দেশের সব স্কুল-কলেজ-মাদ্রাসা ৫ দিন বন্ধ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ২৫ এপ্রিল, বৃহস্পতিবার পর্যন্ত এসব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলা হয়। তবে যেহেতু এরপর শুক্র-শনিবার রয়েছে তাই বন্ধটা টানা ৭ দিনে গিয়ে ঠেকছে। ২৮ এপ্রিল থেকে খুলবে সব শিক্ষাপ্রতিষ্ঠান।
এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের ক্লাসও অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]