দেশের সব মাদ্রাসা ২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৪, ১৯:৪৫
দেশের সব মাদ্রাসা ২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

তীব্র তাপপ্রবাহের কারণে এবার দেশের সব মাদ্রাসা বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। ২০ এপ্রিল, শনিবার সন্ধ্যায় এ সিদ্ধান্তের কথা জানিয়েছে মাদ্রাসা অধিদপ্তর।


মাদ্রাসা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) জাকির হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, তীব্র তাপপ্রবাহের কারণে আগামী ২৭ এপ্রিল পর্যন্ত মাদ্রাসা অধিদপ্তর অধিভুক্ত মাদ্রাসা ক্লাস বন্ধ থাকবে।


অবশ্য এর আগে শনিবার দুপুরেই দেশের সব স্কুল-কলেজ-মাদ্রাসা ৫ দিন বন্ধ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ২৫ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত এসব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলা হয়। তবে যেহেতু এরপর শুক্র-শনিবার রয়েছে তাই বন্ধটা টানা ৭ দিনে গিয়ে ঠেকছে। ২৮ এপ্রিল থেকে খুলবে সব শিক্ষাপ্রতিষ্ঠান।


মন্ত্রণালয় তাদের বিবৃতিতে বলেছে, চলমান তাপপ্রবাহের কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে পরামর্শক্রমে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে আবহাওয়া পরিস্থিতির পরিবর্তন সাপেক্ষে এই সিদ্ধান্ত পরিবর্তন করা হতে পারে।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com