
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকা থেকে ১৮ গাঁজার প্যাকেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কয়েকজন সাধারণ শিক্ষার্থী। তাদের মধ্যে একজন তৃতীয় লিঙ্গের, আর অন্যজন পুরুষ। পরে তাদেরকে প্রক্টরিয়াল টিমের মাধ্যমে শাহবাগ থানায় সোপর্দ করা হয়।
৩ ডিসেম্বর, রবিবার সকাল ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কলাভবনের গেইট ও গুরুদোয়ারা গেইটের মাঝামামঝি অবস্থিত বটগাছের নিচে তাদেরকে আটক করা হয়।
সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা তাদেরকে সন্দেহ করে ব্যাগ চেক করছে। এসময় তৃতীয় লিঙ্গের লোকের ব্যাগ থেকে ১৮ প্যাকেট গাঁজা পাওয়া যায়। তারা ক্যাম্পাসে কিভাবে আসলো জানতে চাইলে লোকটি জানায়, আমার নাম পারুল। আমি এখানে রাস্তায় থাকি। পরে তাদের দুইজনকে শিক্ষার্থীরা মারধর করে। কিন্তু তারা তাদের এই মাদক কারবারের পেছনে মূল হুতা সম্পর্কে কোনো বক্তব্য দিতে রাজি হয়নি। একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম তাদেরকে নিয়ে শাহবাগ থানায় সোপর্দ করে।
প্রক্টর ড. একেএম গোলাম রাব্বানী বিবার্তাকে জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকা থেকে গাঁজার প্যাকেটসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে প্রক্টরিয়াল টিম। আটক নারীকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে।
বিবার্তা/সাইদুল/জামাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]