
বিশ্বের পাশাপাশি বিশ্বকাপের উন্মাদনা এরই মধ্যে ছড়িয়ে পড়েছে দেশব্যাপী। এর ব্যতিক্রম নয় তিতুমীর কলেজও। সারা দেশের মানুষের ন্যায় বিশ্বকাপের আমেজ ছড়িয়ে পড়েছে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের মধ্যেও। এবার কলেজ মাঠে বসেই বড় পর্দায় উপভোগ করা যাচ্ছে বিশ্বকাপের প্রতিটি ম্যাচ। এ যেন বিশ্বকাপের আরেকটি স্টেডিয়াম।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাতে কলেজ ক্যাম্পাস ঘুরে বিশ্বকাপের ব্রাজিল সার্বিয়া ম্যাচের এমন চিত্রের দেখা মিলেছে। দেখা গেছে, ক্যাম্পাসের অলিতে-গলিতে উল্লাসের চিত্র। বিশ্বকাপের এই ম্যাচের বাড়তি আকর্ষণ যেমন ছিল, তেমনই ছিল প্রিয় দলকে সমর্থন করার বাড়তি তাড়না।
ম্যাচ দেখতে রাজধানীর সরকারি তিতুমীর কলেজ মাঠে ছিল শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়। প্রিয় দলের প্রতিটি গোলের সঙ্গে সঙ্গে ফ্যানদের উল্লাস যেমন ছিল, ছিল বিপরীত দলের সমর্থকদের আক্ষেপও। তবে হাসি-কান্না সব মিলিয়ে যেন বিশ্বকাপের সব উন্মাদনা এসে জড়ো হয়েছিল তিতুমীর কলেজের ১৮ একরের প্রাঙ্গণে।
প্রতিটি সমর্থকের মধ্যে ছিল বাধভাঙ্গা উচ্ছ্বাস। সমর্থকরা প্রিয় দলকে সাপোর্ট করতে ভেঙেছেন গলা, করেছেন উল্লাস।
বিবার্তা/গালিব/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]