
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ইলেকট্রনিক গর্ভরমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) বিষয়ের উপর ৩ দিনব্যাপী জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিয়ে একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।
রবিবার (২৬ জুন) সকাল ১০টায় ই-জিপি প্রশিক্ষণ কর্মশালাটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান।
উদ্বোধনী সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন বলেন, প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। প্রশিক্ষণের মাধ্যমে আমরা যেকোন বিষয়ের উপর ভালো ধারণা পেয়ে থাকি। এর ফলে নিজেকে আরো ভালোভাবে তুলে ধরা যায়। আমাদের জানা এবং শেখার পরিধি বিস্তৃত হয়।
উপাচার্য আরো বলেন, ইলেকট্রনিক গভর্মেন্ট প্রকিউরমেন্ট (ই জিপি)’র মাধ্যমে সরকারি টেন্ডার প্রক্রিয়ায় স্বচ্ছতার পাশাপাশি প্রক্রিয়াটি সহজ হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে কাজটি সম্পন্ন করা যাচ্ছে।
উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান বলেন, সবাই মিলে কাজ করলে আমরা যেকোনো ভালো কাজ সহজে করতে পারবো। প্রতিষ্ঠানের স্বার্থে আমাদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে কাজ করতে হবে।
কর্মশালাটি সমন্বয়কের দায়িত্ব পালন করছেন পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দফতরের পরিচালক প্রকৌশলী লে. কর্নেল জি এম আজিজুর রহমান (অব.), অতিরিক্ত সমন্বয়ক পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দফতরের অতিরিক্ত পরিচালক এস এম গোলজার হোসেন এবং ফোকাল পারসন হিসেবে আছেন উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম।
কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে আছেন বাংলাদেশ ইঞ্জিনিয়ার স্টাফ কলেজের প্রকৌশলী সুদীপ্ত খতিব। প্রশিক্ষক হিসেবে আছেন বিশ্ববিদ্যালয় প্রকৌশল দফতরের উপ-বিশ্ববিদ্যালয় প্রকৌশলী মো. রিপন আলী ও মো. ফরিদ আহমেদ।
তিন দিনের এই প্রশিক্ষণ কর্মশালায় ২০ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের কম্পিউটার ল্যাবে প্রশিক্ষণ কর্মশালাটি হচ্ছে।
বিবার্তা/এসএফ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]