
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও খাবারের গুণগত মান ঠিক রাখতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে খাবারের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী জুলাই থেকে এটি কার্যকর হবে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৩ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয় হল প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক ফেরদৌসি মহল বিষয়টি নিশ্চিত করেছেন।
অধ্যাপক ফেরদৌসি মহল বলেন, গত ১৯ জুন প্রাধ্যক্ষ পরিষদের এক সভায় খাবারের দাম বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও খাবারের মান বৃদ্ধির জন্যই আবাসিক হলের ডাইনিংয়ে খাবারের দাম বাড়ানো হয়েছে। সেই হিসেবে দুপুরের খাবার ২৪ টাকার পরিবর্তে ২৮ টাকা এবং রাতের খাবার ১৮ টাকার পরিবর্তে ২২ টাকা করা হয়েছে। প্রতি বেলায় খাবারের দাম ৪ টাকা বাড়ানো হয়েছে।
তিনি আরো বলেন, খাবারের মান বৃদ্ধি করার শর্তে এমন দাম বাড়ানো হয়েছে। তবে ডাইনিংয়ে খাবারের মান বৃদ্ধির জন্য এক সপ্তাহ আলাদা আলাদা খাবারের মেনু তালিকা প্রস্তুত করা হবে। সেই তালিকা অনুযায়ী শিক্ষার্থীদের মাঝে খাবার পরিবেশন করা হবে।
এবিষয়টি তদারকির জন্য একটি পরিদর্শক দল থাকবে। কোনো হল যদি শর্ত না মানতে ব্যর্থ হয় তাহলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়েছেন তিনি।
বিবার্তা/সজল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]