
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) মনোবিজ্ঞান বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অত্র বিভাগের সহকারী অধ্যাপক নুসরাত শারমিন ।
রবিবার (২২ মে) বশেমুরবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. কিউ এম মাহবুবের অনুমোদনক্রমে ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার( ভারপ্রাপ্ত) মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি জানানো হয়।
অফিস আদেশে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের আইন ও ধারা মোতাবেক মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নুসরাত শারমিনকে উক্ত বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদান করা হলো।
মনোবিজ্ঞান বিভাগ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে বিভাগের নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক নুসরাত শারমিন বলেন,নতুন বিভাগ হওয়ার কারণে বিভাগে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। যেমন, শিক্ষক স্বল্পতা,ল্যাব সংকট, ক্লাসরুম সংকট। সর্বপ্রথম এ ধরনের প্রতিবন্ধকতা দূর করার চেষ্টা করবো।
বিবার্তা/অহনা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]