
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহম্মদ হুমায়ুন কবির করোনায় আক্রান্ত হওয়ার পর এবার আক্রান্ত হয়েছেন ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান।
বুধবার (২৬ জানুয়ারি) ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান বলেন, গত রবিবার করোনার পরীক্ষা করে রাতেই করোনা পজিটিভ রেজাল্ট পাই। এখন শরীরে খুব বেশি সমস্যা দেখা দেয়নি। তবে হালকা জ্বর আছে। নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছি আপাতত। আমার জন্য সবার কাছে দোয়া চাই যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি।
এর আগে, উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী আক্রান্ত হয়েছেন ২২ জানুয়ারি ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহম্মদ হুমায়ুন কবির করোনায় আক্রান্ত হয়েছে ১৬ জানুয়ারি। বর্তমানে তারা উভয়েই নিজ বাসায় আইসোলেশনে থেকেই চিকিৎসা নিচ্ছেন।
বিবার্ত/বিশাল/এসএফ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]