
রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। কৃষি গবেষণায় যতটাই এগিয়ে ঠিক তার বিপরীতে ততটাই পিছিয়ে সঠিক সময়ে স্নাতক শেষ করাতে। এতে করে চাকরির পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ হারাচ্ছে শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ে করোনার পূর্বে স্বাভাবিক অবস্থাতে ৬ মাস থেকে ১ বছরের সেশন জট ছিলো। করোনা তা আরো বেড়ে প্রায় ২ বছর হতে চলেছে। সময়ের সাথে বেড়েই চলছে শিক্ষার্থীদের বয়স,অনার্স শেষ করতে প্রয়োজন হচ্ছে ২৪-২৬ বছর অন্যদিকে সরকারি পরীক্ষায় সর্বশেষ বয়স ৩০ বছর। ফলে ক্রমেই হতাশ হয়ে পড়ছে শিক্ষার্থীরা।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে ২০১৭ সালে ভর্তি হওয়া ৭৬ ব্যাচের শিক্ষার্থীদের ২০২০ সালে স্নাতক শেষ হওয়ার কথা থাকলেও এখনো তারা লেভেল-৪, সেমিষ্টার-১ এ অধ্যায়নরত। ৫ বছর পেরিয়ে ৬ বছর হতে চলেছে তবুও স্নাতক শেষ ঠিক কবে হবে তার নিশ্চয়তা নেই।
একইভাবে ২০১৮ সালে ভর্তি হওয়া ৭৭ ব্যাচ লে-৩, সে-১ এ,২০১৯ সালের ৭৮ ব্যাচ লে-২, সে-১ এ এবং সর্বশেষ ২০২০ এ ভর্তি হওয়া ৭৯ ব্যাচ এখনো লে-১, সে-১ এ অধ্যায়নরত। ৭৯ ব্যাচের শিক্ষার্থীরা ২ বছর ভর্তি হলেও এখনো শেষ হয়নি ৬ মাসের ১টি সেমিষ্টার ।
বিশ্ববিদ্যালয়ের ৭৬ ব্যাচের এক শিক্ষার্থী বলেন, একই বছরে ভর্তি হওয়া অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিসিএসসহ অন্যান্য পরীক্ষায় অংশ নিচ্ছে আর আমরা এখনো স্নাতক শেষ হওয়ার জন্যে অপেক্ষা করছি। স্নাতক শেষ করতেই যদি ২৫/২৬ বছর লেগে যাচ্ছে ফলে আমরা চাকরির প্রস্তুতি ভালভাবে নিতে পারছি না । ৩০ বছরের আগে সরকারি চাকরি পাব কিনা এ নিয়ে আমাদের ব্যাচের বেশিরভাগ শিক্ষার্থী হতাশাগ্রস্থ।
৭৯ ব্যাচের শিক্ষার্থী লোকমান হাকিম বিবার্তাকে বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম ২০২০ সালে। হিসাব অনুযায়ী এখন আমাদের লে-৩,সে-১ এ অধ্যয়নরত থাকার কথা ছিলো কিন্তু আমরা এখনো লে-১,সে-১ সম্পূর্ণ করতে পারিনি । কবে নাগাদ স্নাতক শেষ হবে আর কবে নাগাদ কর্মক্ষেত্রে প্রবেশ করব এ নিয়ে আমরা ও আমাদের পরিবার চিন্তিত।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক অধ্যাপক ড. মো.ফরহাদ হোসাইন বিবার্তাকে বলেন, ‘করোনার কারণে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্নাতক শেষ করতে বেশ পিছিয়ে আছে । তবে আমরা যতদ্রুত সম্ভব অনলাইনে ক্লাস নিয়ে এবং স্বশরীরে পরীক্ষা নিয়ে সেশন জট কমানোর চেষ্টা করছি।’
বিবার্তা/তানিম/এসএফ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]