
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভিসির পদত্যাগের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট।
রবিবার (২৩ জানুয়ারি) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বর এলাকা থেকে বিক্ষোভ শুরু করে জোটের নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এসময় ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক আজিজুল হক পিয়াসের নেতৃত্বে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্রফন্টের নেতা শাহরিয়ার আমিন, ইবি ছাত্র ইউনিয়নের দফতর সম্পাদক দেলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ ওবাইদুর রহমান আনাস ও সুমনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে শাখা ছাত্র-ইউনিয়নের সাধারণ সম্পাদক পিয়াস বলেন, শাবিপ্রবিতে ভিসির নির্দেশে সাধারণ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ হামলা চালিয়েছে। এই হামলার বিচার ও ভিসির পদত্যাগের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা গত কয়েকদিন ধরে শান্তিপূর্ণ আন্দোলন করে আসছে। কিন্তু নির্লজ্জ ভিসি কোনোভাবেই পদত্যাগ করছেন না। ভিসিকে দ্রুত পদত্যাগ করতে হবে নয়তো ছাত্র সমাজের এ আন্দোলন দমানো যাবেনা। আমরা অনতিবিলম্বে ভিসিকে পদত্যাগ করার দাবি জানাচ্ছি।
বিবার্তা/তাজমুল/এসএফ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]