
রাজধানীতে অভিযান চালিয়ে চোরাই সিম কার্ড বিক্রয়কারী একজনকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস।
র্যাব কর্মকর্তা জানান, রাজধানীর খিলগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার নাম মো. ইউসুফ। তিনি চোরাই সিমকার্ড বিক্রয়কারী চক্রের মূলহোতা। এ অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
বীণা রানী জানান, ইউসুফ মূলত বিভিন্ন মোবাইল চোরের কাছ থেকে চুরি হওয়া মোবাইলগুলোর সিম কার্ড কিনে নিতেন এবং পরে সেগুলো বিক্রি করতেন। তিনি দীর্ঘদিন ধরে কাজটি করে আসছিলেন।
এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানান র্যাব কর্মকর্তা।
বিবার্তা/রিয়াদ/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]