অর্থ আত্মসাতের দায়ে জাকির হোসেনকে গ্রেফতার করেছে দুদক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৩, ১৭:২৪
অর্থ আত্মসাতের দায়ে জাকির হোসেনকে গ্রেফতার করেছে দুদক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

৪৭ কোটি টাকা অর্থ আত্মসাতের দায়ে কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির হোসেনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুদকের উপ-পরিচালক আরিফ সাদেক সাংবাদিকদের ব্রিফিংয়ে এই তথ্য জানান।


তিনি জানান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পোর্ট কানেকটিং রোডের টেন্ডার কার্যক্রমে জালিয়াতির মাধ্যমে প্রাপ্ত কার্যাদেশের বিপরীতে ঋণ নিয়ে ব্যাংকের টাকা আত্মসাত ও কার্যাদেশের শর্ত মতে কাজ সমাপ্ত না করে রাষ্ট্রীয় ক্ষতি সাধনের অভিযোগে প্রাথমিক অনুসন্ধান শেষে ২০২২ সালের মে মাসে জনাব জাকির হোসেনসহ মোট ৮ জনের বিরুদ্ধে দুইটি মামলা দায়ের করে দুদক।


জাকির হোসেনের বিরুদ্ধে ঘটনার সত্যতা পাওয়ায় ১৮ জানুয়ারিতে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।


উল্লেখ্য, গ্রেফতারকৃত জাকির হোসেন ঠিকাদারী প্রতিষ্ঠান রানা বিল্ডার্সের কাগজপত্র জালিয়াতির মাধ্যমে সিটি কর্পোরেশনের উক্ত কার্যাদেশ প্রাপ্ত হন এবং তার বিপরীতে ইউসিবিএল ব্যাংক হতে ৪৭ কোটি টাকা ঋণ নেন। কিন্তু কাজের বিপরীতে প্রাপ্ত বিলের চেক নগদায়ন করে ব্যাংকের ঋণ পরিশোধ না করে সম্পূর্ণ টাকা আত্মসাত করেন।


অন্যদিকে সিটি কর্পোরেশনের কাজটি অসমাপ্ত রেখে চলে যাওয়ায় জনভোগান্তির সৃষ্টি হয় এবং পুনরায় টেন্ডার করে কাজটি সমাপ্ত করতে যেয়ে অতিরিক্ত ৭ কোটি টাকার রাষ্ট্রীয় ক্ষতি সাধন হয়।


বিবার্তা/সানজিদা/এসএফ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com