শিরোনাম
বার্সেলোনায় ইয়ুথ বাংলা কালচারাল ফোরামের বনভোজন
প্রকাশ : ০৭ আগস্ট ২০১৯, ১৭:০৩
বার্সেলোনায় ইয়ুথ বাংলা কালচারাল ফোরামের বনভোজন
স্পেন প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বার্সেলোনায় ইয়ুথ বাংলা কালচারাল ফোরাম স্পেন শাখার আয়োজনে বনভোজন অনুষ্ঠিত হয়েছে।


রবিবার (৪ আগস্ট) সাগরের নয়নাভিরাম নীল জলের ঢেউ, আর দিগন্ত বিস্তৃত আকাশের নীচে সবুজের সমোরোহে ঘেরা শহর খিরোনায় প্লায়া দে আরো খিরোনাতে এ বনভোজন অনুষ্ঠিত হয়।


সংগঠনের সদস্য ও বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ স্বপরিবারে সকাল সকাল ঊৎসবের আমেজে বার্সেলোনা শহরে অবস্থিত বাসে জড়ো হয়। সকাল ১০ টায় পিকনিকের উদ্দেশ্যে বাস যাত্রা শুরু করে। পথিমধ্যে লা রোকা ভিলা তে দেড় ঘন্টার বিরতিতে নাস্তা পরিবেশনের পর আবার যাত্রা শুরু হয় গন্তব্যের উদ্দেশ্যে। পথিমধ্যে বাসে পরিবেশন করা হয় গান ও কৌতুক।


গন্তব্য পৌঁছে দুপুরের খাবার পরিবেশন করা হয়। এরপর বিভিন্ন আনুষ্ঠানিকতা দিনভর আনন্দ ও হৈ-হুল্লোড়ে অংশ নেয় শিশু ও বড়রা।


এর মধ্য উল্লেখযোগ্য ছিলো, ছেলে মেয়ে ও শিশুদের মধ্যে চারটি খেলার প্রতিযোগিতা। পরে খেলায় বিজয়ী ও লটারি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।


পিকনিক উদযাপনের সার্বিক দায়িত্বে ছিলেন, সংগঠনে আহ্বায়ক খাদিজা আক্তার মনিকা, সদস্য সচিব নুরে আমিন টোকন, সদস্য জেমি আহমেদ, জান্নাতুল ফেরদৌস নিগার, হামিদা শরিফ হিরা, সালাউদ্দিন বাবু, গাজী আনোয়ার চৌধুরী, রাজন, লাকি টোকন, বাবুল খান, শিউলি আক্তার, সফিক স্বপন, নান্টু আহমেদসহ অন্যান্য সদস্যবৃন্দ।


সংগঠনের আহবায়ক খাদিজা আক্তার বলেন, প্রবাসে থেকেও আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে এবং বিশ্বের কাছে আমাদের সংস্কৃতি তুলে ধরতে চাই। আর সে জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।


বিবার্তা/কবির/তাওহীদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com