শিরোনাম
বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্র আ.লীগের কর্মসূচি
প্রকাশ : ০৮ জুলাই ২০১৯, ১১:৫৪
বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্র আ.লীগের কর্মসূচি
নিউইয়র্ক প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যকরি কমিটির জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে রবিবার এক সভায় বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা হয়েছে।


সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড:সিদ্দিকুর রহমান এবং সভা পরিচালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ।


ড: সিদ্দিকুর রহমান বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালন উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচি বিস্তারিত তথ্য তুলে ধরে বলেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ম্যানহাটানের টাইমস্ স্কয়ারে র‌্যালি, সেমিনার এবং অন্যান্য ষ্টেটে বিভিন্ন কর্মসূচী পালন করবে। এতে যুক্তরাষ্ট্রের মূলধারার নেতৃবৃন্দসহ বাংলাদেশ থেকে আগত অতিথিরা বক্তব্য রাখবেন।


তিনি বলেন, প্রধানমন্ত্রীর আসন্ন যুক্তরাষ্ট্রের নিউইর্য়কের সফরের সময় বর্তমান সরকারের উন্নয়নমূলক কার্যক্রমকে বিশ্ব দরবারে জোরালোভাবে তুলে ধরা হবে, অন্য যে কোন সময়ের চেয়ে এইবারের অনুষ্ঠান সফল হবে ।


তিনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের শূন্য পদে যাদেরকে নিয়োগ দেয়া হয়েছে তাদেরকে সংগঠনের বিভিন্ন কর্মসূচি পালনে জোরালো ভূমিকা পালন করার জোর আহ্বান জানান।


সভায় নিম্নলিখিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে:


* জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উৎযাপন উপলক্ষে ৫০১সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হইবে।


* প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেপ্টেম্বরে নিউইয়র্কে আগমন উপলক্ষে প্রবাসী নাগরিক সংবর্ধনা নিয়ে আরো বিশধ আলোচনা করা হবে।


* অন্যান্য ষ্টেট আওয়ামী লীগ ও মহানগর আওয়ামী লীগের সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন প্রক্রিয়া অব্যহত থাকবে।


* যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিভিন্ন সংগাঠনিক বিষয় এবং শূন্য পদ পূরণ ও নতুন পদ প্রদানের ব্যপারে বিশদ আলোচনা করা হবে।


বিবার্তা/শিব্বির/তাওহীদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com