শিরোনাম
বার্সেলোনায় মুসলিম কমিউনিটির তাফসীরুল কোরআন ও ইফতার মাহফিল
প্রকাশ : ২০ মে ২০১৯, ১৯:৪৬
বার্সেলোনায় মুসলিম কমিউনিটির তাফসীরুল কোরআন ও ইফতার মাহফিল
কবির আল মাহমুদ, স্পেন থেকে
প্রিন্ট অ-অ+

স্পেনের বার্সেলোনায় রমজান উপলক্ষে মুসলিম কমিউনিটি বার্সোলোনার উদ্যোগে তাফসীরুল কোরআন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


রবিবার শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শাহ জালাল জামে মসজিদে অনুষ্ঠিত তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট লন্ডন মসজিদের খতিব হাফিজ মাওলানা আবুল হোসেন খান।


অনুষ্ঠানের প্রথম অংশে সংগঠনের উদ্যোগে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত প্রথমে মহিলাদের উদ্দেশ্যে কোরআন তাফসির করা হয়। এতে প্রায় দুই শতাধিক মহিলা আলাদা রুমে অবস্থান করে মাওলানা আবুল হোসেন খানের বয়ান শুনেন।


পরে আসরের নামাজের পর থেকে ইফতারে পূর্ব পর্যন্ত পুরুষদের জন্য প্রধান আলোচক ইসলামী জীবন ব্যবস্থা ও আমাদের জীবনের তার প্রয়োগ এবং রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন।


সংগঠনের সভাপতি আব্দুল মুকিতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুম আহমেদের উপস্থাপনায় সংগঠনের সদস্যবৃন্দসহ কমিউনিটির ধর্মপ্রাণ প্রায় চারশত মুসল্লি তাফসীরুল কোরআন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রথমে শিশুদের কণ্ঠে হামদ ও নাত পরিবেশন করা হয়।


অনুষ্ঠানে আলোচনা আরো অংশ নেন কাতালান বংশোদ্ভূত নতুন ইসলাম ধর্ম গ্রহণকারী মোহাম্মদ ইউসুফ।


তাফসিরুল কোরআন শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয় এবং উপস্থিত মুসল্লিদের মাঝে রমজানের ইফতার পরিবেশন করা হয়।


বিবার্তা/কবির/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com