শিরোনাম
সৌদি আরবে ঘুমন্ত অবস্থায় পুড়ে অঙ্গার দুই বাংলাদেশী
প্রকাশ : ১৮ জুন ২০১৮, ১৯:৩৫
সৌদি আরবে ঘুমন্ত অবস্থায় পুড়ে অঙ্গার দুই বাংলাদেশী
নিহত কামরুল ও ইয়াছিন
সৌদি আরব প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সৌদিআরবে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে মারা গেছে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার দুই প্রবাসী। শনিবার গভীর রাতে দেশটির রিয়াদের চোলাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন- চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের লুদিয়ারা গ্রামের মরহুম আবদুল মালেক ভেন্ডারের ছেলে কামরুল ইসলাম (৩৮) ও চিওড়া ইউনিয়নের নেতড়া গ্রামের ওয়াদুদ মিয়ার ছেলে ইয়াছিন ওরফে ফকির (৩৪)।


নিহত ইয়াছিনের মামাশ্বশুর সাইদুল হক আদর ও কামরুলের ভাই সালেক মিয়া সোমবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন।


ওই অগ্নিকাণ্ডে আহত হয়েছেন ইয়েমেনের এক নাগরিক। স্থানীয়রা প্রশাসনকে খবর দিলে তারা লাশগুলো উদ্ধার করে সেমুসি হাসপাতাল মর্গে পাঠায়।


নিহত কামরুল ইসলামের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ইয়াছিনের রয়েছে দুই ছেলে।


নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, সৌদি আরবের রিয়াদের চোলাই এলাকায় একটি ফোম ফ্যাক্টরিতে কাজ করতেন কামরুল ইসলাম ও ইয়াছিন। ফ্যাক্টরির উপরেই ছিল তাদের থাকার ব্যবস্হা। শনিবার গভীর রাতে সেখানে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়ে দুই প্রবাসীসহ সব মালামাল পুড়ে যায়।


রিয়াদ বাংলাদেশ দূতাবাস নিহতের বিষয়ে খোঁজখবর নিচ্ছে বলে জানিয়েছেন প্রেস উইংয়ের সচিব ফখরুল ইসলাম।


বিবার্তা/সাগর/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com