শিরোনাম
বাংলাদেশি হজযাত্রী নিখোঁজ
প্রকাশ : ০৪ জুন ২০২৩, ২২:৪০
বাংলাদেশি হজযাত্রী নিখোঁজ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

পবিত্র হজ পালন করতে গিয়ে মসজিদুল হারাম থেকে আবদুল হক নামে এক বাংলাদেশি হজযাত্রী নিখোঁজ হয়েছেন। শুক্রবার (২ জুন) নিখোঁজ হন তিনি।


জানা গেছে, ওইদিন তিনি হোটেল থেকে বের হয়ে আসরের নামাজ পড়তে মসজিদুল হারামে যান। এরপর আর হোটেলে ফেরেননি। আবদুল হক নোয়াখালীর সেনবাগের বাসিন্দা।


আবদুল হকের ছেলে মহি ইউ খান মামুন বলেন, আমার আব্বা ও আম্মা বৃহস্পতিবার (১ জুন) পবিত্র হজ পালনের উদ্দেশ্যে মক্কা শরিফ যান। শুক্রবার আসরের নামাজের পর মসজিদুল হারাম থেকে বাবা হারিয়ে যান। দুর্ভাগ্যক্রমে তার সঙ্গে আইডি কার্ড, মোবাইল ও প্রয়োজনীয় কোনো কাগজপত্র ছিল না। সৌদি পুলিশ, সৌদির কেন্দ্রীয় হজ অফিস এবং বাংলাদেশের হজ মিশনকে বিষয়টি জানানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি। হারিয়ে যাওয়ার সময় তার পরনে সাদা পাঞ্জাবি-পাজামা ছিল।


মক্কায় কেউ তাকে খুঁজে পেলে নিচের ঠিকানা বা মোবাইল নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে পরিবারের পক্ষ থেকে। হোটেল আল সাফওয়া রয়েল অর্কিড (মক্কা), মোবাইল: ০৫৪৮৯২৯৩৬১ (মাহমুদ), ০১৬৭০৩১৮৩৫১ (মামুন, বাংলাদেশ)।


বিবার্তা/ সউদ/এসবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com