
মালয়েশিয়ায় বৃহস্পতিবার থেকে পবিত্র রমজান মাস শুরু। বুধবার দিবাগত রাতে সেহেরি খেয়ে বৃহস্পতিবার, ২৩ মার্চ থেকে মালয়েশিয়ার ধর্মপ্রাণ মুসলমানরা রোজা রাখা শুরু করবেন বলে দেশটির সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে।
বুধবার, ২২ মার্চ রাতে রেডিও টেলিভিসেইন মালয়েশিয়ায় (আরটিএম) দেশটির সরকারের ঘোষণাটি প্রচারিত হয়।
২৩ মার্চ বৃহস্পতিবার মালয়েশিয়ায় প্রথম রোজা শুরু হবে। তান শ্রী সৈয়দ দানিয়াল সৈয়দ আহমদ এ ঘোষণা দেন।
সৈয়দ দানিয়াল বলেন, সকল শাসকদের সম্মতির পর ইয়াং ডি-পার্টুয়ান আগং, আল-সুলতান আবদুল্লাহ রিয়াতউদ্দিন আল-মুস্তফা বিল্লাহ শাহের আদেশে মালয়েশিয়ার রাজ্যগুলোর জন্য রোজা শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে। চাঁদ দেখা অনুষ্ঠানের পর এই ঘোষণা দেওয়া হয়।
সূত্র : বারনামা
বিবার্তা/আরিফ/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]