
দক্ষিণ আফ্রিকার প্রবাসী বাংলাদেশিরা পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার দেখতে দূতাবাসে হাজির হবেন। দেশটির বাংলাদেশ হাইকমিশনে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি দেখানো হবে। দক্ষিণ আফ্রিকা শাখা আওয়ামী লীগের এক ভার্চুয়াল সাধারণ সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
শনিবার (২৫ জুন) স্থানীয় সময় ভোর সাড়ে ৫টায় আওয়ামী লীগের নেতাকর্মীসহ সাধারণ প্রবাসীরা দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ার বাংলাদেশ দূতাবাসে উপস্থিত হয়ে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি উপভোগ করবেন।
দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের সভাপতি ডা. লুৎফর রহমান রুপনের সভাপতিত্বে অনলাইন আলোচনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের বিষয়ে নেতাকর্মীদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। এছাড়াও অনলাইন সভা থেকে সিলেটসহ দেশ জুড়ে বন্যাদুর্গতদের প্রতি আল্লাহ কাছে সহায়তা চেয়ে বিশেষ মোনাজাত করা হয়।
অন্যান্যদের মধ্যে ভার্চুয়াল সাধারণ সভায় উপস্থিত ছিলেন- দক্ষিণ আফ্রিকা শাখা আওয়ামী লীগের উপদেষ্টা ডা. কাজী নাইমুল হক ফয়সাল, সাধারণ সম্পাদক জনাব আব্দুল আউয়াল তানশেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাসের হাজারী ও জাকির হোসেন, দপ্তর সম্পাদক সোহাগ ইব্রাহীম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রিয়াদ হোসেন রিকু, নর্দানকেপ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রফেসর হুমায়ুন কবির। এছাড়াও দক্ষিণ আফ্রিকা শাখা যুবলীগের লোকমান হোসেন অপু, রাসেল মিজি, মোহাম্মদ হাসান, ইসমাইল মাহমুদ, ইসমাইল হোসেন, ইউনুস খান, মোহাম্মদ রফিক, জয়নাল আবেদীন রাঙ্গা, আবু আহাদ সাব্বিরসহ আরও অনেকে ভার্চুয়াল সভায় উপস্থিত ছিলেন।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]