
কুয়েতে মরুভূমিতে ময়লা ফেলে আসার সময় ট্রাক উল্টে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার (২৫ এপ্রিল) সকালে কুয়েতের ৭ নম্বর রিং রোডে এ দুর্ঘটনা ঘটে। এসময় গুরুতর আহত হয়েছেন আরো একজন।
স্থানীয় প্রবাসীরা জানান, বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে একটি ময়লার ট্রাক উল্টে ঘটনাস্থলেই দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয় এবং একজন গুরুতর আহত হয়।
জানা গেছে, স্থানীয় সময় সকালে মরুভূমিতে ময়লা ফেলে আসার পর কুয়েতের ব্যস্ততম সড়ক আবু ফাতিরা থেকে কোস্টাল এলাকাগামী ৭ নম্বর রিং রোডে অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে ময়লার গাড়িটি ওল্টে যায়। এসময় ঘটনাস্থলে প্রাণ হারান দুই প্রবাসী। তবে এখনো তাদের পরিচয় পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে জানা গেছে।
বিবার্তা/এফএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]