শিরোনাম
মালয়েশিয়ার জঙ্গলে পালিয়ে বেড়াচ্ছেন ১৬ বাংলাদেশী
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ১৬:০৯
মালয়েশিয়ার জঙ্গলে পালিয়ে বেড়াচ্ছেন ১৬ বাংলাদেশী
মালয়েশিয়ার জঙ্গলে ১৬ বাংলাদেশি
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাড়তি অর্থ উপার্জনের জন্য মালয়েশিয়া গিয়ে ভাগ্য বিড়ম্বনায় পড়েছেন ১৬ বাংলাদেশী। তারা এখন না খেয়ে দিন জঙ্গলে কাটাচ্ছেন। বৈধ কাগজপত্র না থাকায় ধরা পড়ার ভয়ে জঙ্গলে অবস্থান করছেন তারা।


শুক্রবার (১৩ সেপ্টেম্বর) মালয়েশিয়া কিনির বরাত দিয়ে মালয় মেইল এক খবরে এ তথ্য জানিয়েছে।


খবরে বলা হয়, সম্প্রতি মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে কর্তৃপক্ষ। ধরা পড়লেই দেশে পাঠিয়ে দেয়া হবে- এমন আতঙ্কে বহু বাংলাদেশি শ্রমিক জঙ্গলে আশ্রয় নিয়েছেন।


গত বছর মালয়েশিয়ায় কাজ হারিয়েছেন এমন ১৬ বাংলাদেশীকুয়ালালামপুরের কাছে একটি হাইওয়ের কাছে জঙ্গলে আশ্রয় নিয়েছেন। তারা আশায় আছেন কবে কর্তৃপক্ষের কাছ থেকে তারা নতুন করে অনুমোদন পাবেন।


পালিয়ে থাকা ওই শ্রমিকদের মধ্যে একজন বলেন, বাংলাদেশে আমার বাড়িতে থাকা গরুও আমার চেয়ে ভালোভাবে দিন কাটাচ্ছে!


এ বিষয়ে ওই বাংলাদেশীশ্রমিকদের নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানা গেছে।


বাংলাদেশীদূতাবাসের এক কর্মকর্তা সূত্রে জানা যায়, ফোনে কথা বলা, ধূমপান করা, কোম্পানির নিয়ম অনুযায়ী জুতা না পরাসহ বেশ কিছু কারণে কোম্পানি নিয়মভঙ্গের অপরাধে এসব শ্রমিককে শাস্তি দেয়া হয়েছে। আর শেষ পর্যন্ত অনেক শ্রমিককেই দেশে ফেরত পাঠানো হয়।


বিবার্তা/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com