
দিনাজপুরের খানসামায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বুধবার (২৯ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. তাজ উদ্দিনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাদের প্রতিনিধি ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ ও সাংবাদিকবৃন্দ।
সভায় উপজেলা প্রশাসনের আয়োজনে সারাদেশের ন্যায় খানসামায় দিবস দুটি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
বিবার্তা/জামান/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]