রাজশাহী বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ দুই’ই বেড়েছে
প্রকাশ : ১২ মে ২০২৪, ১৬:৪৭
রাজশাহী বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ দুই’ই বেড়েছে
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এ বছর এসএসসিতে ৮৯ দশমিক ২৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। গত বছর পাসের হার ছিল ৮৭ দশমিক ৮৯ শতাংশ। এ বছর রাজশাহী বোর্ডে পাস ও জিপিএ-৫ প্রাপ্তি শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে।


১২ মে, রবিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. অলীউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।


জানা গেছে, চলতি বছরের এসএসসি পরীক্ষায় মোট জিপিএ-৫ পেয়েছেন ২৮ হাজার ৭৪ জন শিক্ষার্থী। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ২৬ হাজার ৮৭৭ জন পরীক্ষার্থী। এ বছর রাজশাহী শিক্ষাবোর্ডে পাস করেছেন এক লাখ ৭৭ হাজার ৫৫৮ জন। শতকরার হিসেবে ৮৯ দশমিক ৩ শতাংশ। তবে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি ২১ হাজার ৩৭৯ জন।


এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছে ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী। গত ১৫ ফেব্রুয়ারি এই পরীক্ষা শুরু হয়ে শেষ হয় গত ১২ মার্চ।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com