শিরোনাম
ডেঙ্গু আক্রান্তদের মশারি দিলেন মেয়র আতিক
প্রকাশ : ২৯ জুলাই ২০১৯, ২০:১৩
ডেঙ্গু আক্রান্তদের মশারি দিলেন মেয়র আতিক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের জন্য পাঁচ শতাধিক মশারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।


সোমবার (২৯ জুলাই) দুপুরে নগরীর সোহরাওয়ারদী হাসপাতাল ও শিশু হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীদের দেখতে যান তিনি। তখন আক্রান্তদের জন্য এসব মশারি হাসপাতাল কর্তৃপক্ষকে দেয়া হয়। ডেঙ্গু আক্রান্তদের থেকে অন্যদের মধ্যে এ রোগ সংক্রমিত হতে না পারে সেজন্য মেয়র এ উদ্যোগ নেন।


আতিকুল হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত কয়েকজন রোগীর সঙ্গে কথা বলেন। তাদের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ-খবর নেন।


ডিএনসিসি মেয়র বলেন, ডেঙ্গু রোগীদের কাছ থেকে চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালগুলোতে নির্ধারিত ফির অতিরিক্ত নেয়া যাবে না। ডেঙ্গু রোগী নিয়ে কোনো বাণিজ্য করা যাবে না। আমরা ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছি।


এ সময় অন্যান্যের মধ্যে সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক অধ্যাপক উত্তম কুমার বড়ুয়া, ওয়ার্ড কাউন্সিলর দেওয়ান আব্দুল মান্নান ও ডাক্তার জিন্নাত আলী উপস্থিত ছিলেন।


বিবার্তা/তাওহীদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com