শিরোনাম
ঢাকায় দুই বোমার ‘দায় স্বীকার আইএসের’
প্রকাশ : ২৬ জুলাই ২০১৯, ১৪:৩৭
ঢাকায় দুই বোমার ‘দায় স্বীকার আইএসের’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জঙ্গি গোষ্ঠী আইএস ঢাকায় দুটি পুলিশ বক্সের কাছে বোমা ফেলে রাখার দায় স্বীকার করেছে বলে খবর দিয়েছে জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স গ্রুপ।


মঙ্গলবার (২৩ জুলাই) দিবাগত গভীর রাতে ঢাকার পল্টন ও খামারবাড়ি এলাকায় পুলিশ বক্সের কাছে দুটি বোমা উদ্ধার করা হয়। পরে পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট এর নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটায়।


আইএসের মুখপত্র ‘আমাকে’ আরবি ভাষায় আসা এক বার্তার বরাতে সাইট ইন্টেলিজেন্স গ্রুপ বলছে, ওই দুই জায়গায় বোমা রাখার দায় ইসলামিক স্টেট স্বীকর করেছে।



এর আগে চলতি বছরের এপ্রিলে গুলিস্তানে এবং মে মাসে মালিবাগে পুলিশকে লক্ষ্য করে দুটি বোমা হামলার ঘটনা ঘটে। দুই ঘটনাতেই জঙ্গি গোষ্ঠী আইএসের নামে দায় স্বীকারের বার্তা দেয়া হয়। কিন্তু পুলিশের পক্ষ থেকে আইএসের দাবি উড়িয়ে দিয়ে বলা হয়, এদেশের কেউ পরিস্থিতি অস্থিতিশীল করতে এ ধরনের ঘটনা ঘটাচ্ছে। এবার দুই পুলিশ বক্সের কাছে বোমা পাওয়ার পরও একই ধরনের বিবৃতি দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।


পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. জাবেদ পাটোয়ারী বুধবার (২৪ জুলাই) সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আমরা মনে করি স্থানীয় যেসব জঙ্গি গোষ্ঠী ইতোপূর্বে এখানে কাজ করেছে, এর পেছনে তারা সক্রিয় থাকলেও থাকতে পারে।


আর বোমা দুটি উদ্ধারের পর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের উপ-কমিশনার প্রলয় কুমার জোয়ারদার বলেছিলেন, অ্যাপারেন্টরি মনে হচ্ছে, এটা তো কোনা ভালো লোকের কাজ নয়। আতঙ্ক সৃষ্টি করা, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার উদ্দেশ্যেই এটা করা হয়েছে।


বিবার্তা/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com