
রাজধানীর উত্তর বাড্ডায় ছেলে ধরা সন্দেহে গণপিটুনিতে তাসলিমা বেগম রেনু নামে এক নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
রবিবার (২১ জুলাই) রাতে উত্তর বাড্ডার আলী মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- জাফর, বাপ্পী ও শাহীন। পুলিশ জানায়, মোবাইল ফোনের ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়।
বাড্ডা থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রাজ্জাক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, জিজ্ঞাসাবাদের জন্য তিন যুবককে বাড্ডা থেকে আটক করা হয়েছে।
২০ জুলাই সকালে ছেলে ধরা সন্দেহে উত্তর বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গণপিটুনিতে তাসলিমা বেগম রেনু নিহত হন।
তার ১১ বছরের এক ছেলে ও চার বছরের এক মেয়ে রয়েছে। পরে এ ঘটনায় ২০ জুলাই রাতে অজ্ঞাতপরিচয় ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে একটি হত্যা মামলা হয়। মামলাটি করেন নিহতের বোনের ছেলে নাসির উদ্দিন।
বিবার্তা/রবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]