শিরোনাম
রাজধানীতে ডেঙ্গুতে এ পর্যন্ত ৫ জনের মৃত্যু
প্রকাশ : ১৮ জুলাই ২০১৯, ১৫:৩৪
রাজধানীতে ডেঙ্গুতে এ পর্যন্ত ৫ জনের মৃত্যু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বুধবার পর্যন্ত পাঁচ জন সারা গেছেন।স্বাস্থ্য অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে। এছাড়া আরো কয়েকজন মৃত ব্যক্তির নমুনা রোগতত্ত্ব বিভাগ সংগ্রহ করেছে, পরীক্ষা শেষে তাদের মৃত্যুর কারণ ডেঙ্গু হলে এই সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।


এদিকে স্বাস্থ্য অধিদফতর বলেছে, বিষয়গুলো আমলে নিয়ে আরো সতর্ক হচ্ছেন তারা।


ডেঙ্গু আতঙ্ক এখন নগরজুড়ে।সবশেষ ঢাকা শিশু হাসপাতালের আইসিইউতে ডেঙ্গুতে প্রাণ হারায় ১২ বছরের শিশু।এর আগে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যায় ভোক্তা অধিকারের এক কর্মকর্তার পাঁচ বছরের শিশু।চিকিৎসকরা বলেছেন অধিকাংশ ক্ষেত্রে দেরি করে হাসপাতালে আসাতেই ঘটছে এমন দুর্ঘটনা।


এছাড়াও ডেঙ্গুতে আরো বেশ কিছু রোগীর মৃত্যু হয়েছে।যদিও বুধবার (১৮ জুলাই) প্রকাশিত স্বাস্থ্য অধিদফতরের রিপোর্ট বলছে রাজধানীতে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে সংখ্যা পাঁচ জন। রিপোর্টে দেখানো হয় এপ্রিলে দুই জন ও জুনে দুই জনসহ চলতি মাসে একজন ডেঙ্গুতে মারা গেছেন। ডেঙ্গু নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে পাঁচ হাজার ১৬৬ জন।


এছাড়াও স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব বিভাগ জানিয়েছে, ডেঙ্গুতে মৃত্যু হয়েছে এমন নমুনা সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষা চলছে।


স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে মৃত্যের সংখ্যা বাড়ার বিষয়টি নজরে এসেছে তাদের।তাই আরো এক দফা প্রশিক্ষণের কথা ভাবছেন তারা।


ডেঙ্গু ব্যবস্থাপনায় ন্যাশনাল গাইড লাইন মেনে চিকিৎসা দিলে মৃত্যুর হার নিয়ন্ত্রণে থাকবে বলেই মনে করেন তারা।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com