
রাজধানীর সদরঘাটের পাটুয়াটুলীতে একটি তিনতলা ভবন ধসের ঘটনায় জাহিদুল ব্যাপারী (৬০) নামে একজনের লাশ উদ্ধার করা হয়েছে।বুধবার (১৭ জুলাই) রাত ৮টার দিকে লাশটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিসের উপপরিচালক দেবাশীষ বর্ধন জানান, রাত ৮টার দিকে জাহিদুলের মরদেহ ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা জানায়, শত বছরের পুরানো এই ভবনটি এক রকম পরিত্যক্তই ছিল। তবে ফুটপাতের ফলের কয়েকজন হকার সেখানে থাকতেন।
দেবাশীষ বলেন, নিহত জাহিদুলের ছেলে শফিকুল ব্যাপারী (১৮) ভেতরে আছেন বলে স্বজনরা বলছেন। সে কারণে আমরা তল্লাশি চালিয়ে যাচ্ছি।
এরআগে, বুধবার (১৭ জুলাই) দুপুর দেড়টার দিকে পুরনো এই ভবনটি ধসে পড়ে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, ধসেপড়া ভবনটি দীর্ঘদিনের পুরনো হওয়ায় উদ্ধার কাজে ঝুঁকি রয়েছে। ফায়ার সার্ভিস ভারী যন্ত্রপাতি নিয়ে সেখানে উদ্ধার কাজ চালাচ্ছে।’
তিনি বলেন, ভবনের একটি রুমের ছাদ ধসে পড়েছে। উদ্ধারের সময় আরেকটি দেয়াল ধসে পড়ে। এছাড়া ভবনটির আশপাশে কোনোজায়গায় নেই, ভবনে যাওয়ার রাস্তাও খুব সরু। ফলে উদ্ধার চালাতে খুবই বেগ পেতে হচ্ছে। ভবনের নিচে কেউ আটকা পড়েছে কিনা, তার সন্ধানে কাজ চলছে।
তিনি আরো বলেন, আমরা ঝুঁকি-পূর্ণভাবে উদ্ধার অভিযান চালাচ্ছি। একটি আলমারি ছিল, সেটা উদ্ধারের সময় ওপর থেকে পড়েছে। সেটা সরানোর চেষ্টা করা হচ্ছে। আমরা এখনও নিশ্চিত নই, এখানে কেউ চাপা পড়েছেন কিনা। তবে, লোক মুখে শুনেছি দুই জন নিখোঁজ আছেন। জানতে পেরেছি, আজ দুপুরে এটা ধসে পড়েছে।’ তবে, গতকাল রাতে ধসে পড়েছে বলেই তার ধারণা।
বিবার্তা/তাওহীদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]