শিরোনাম
‘ঢাকার ৩ সড়কে রিকশা চলাচল বন্ধই থাকবে’
প্রকাশ : ১৪ জুলাই ২০১৯, ১৯:০৪
‘ঢাকার ৩ সড়কে রিকশা চলাচল বন্ধই থাকবে’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেছেন, রাজধানী ঢাকার তিনটি রাস্তায় রিকশা চলাচল বন্ধের সিদ্ধান্ত বলবৎ থাকবে।


তিনি বলেন, অল্প সময়ের মধ্যেই ঢাকার অবৈধ রিকশার বিরুদ্ধে উচ্ছেদাভিযান শুরু হবে।


রবিবার (১৪ জুলাই) সকালে দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে রিকশা মালিক ও শ্রমিকদের বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনার পর সাংবাদিকদের এমন সিদ্ধান্তের কথা জানান মেয়র।


সভায় রিকশা চালকের বেশ কয়েকটি সংগঠন ও মালিকদের কয়েকটি সংগঠনের নেতারা অংশ নেন।


আলোচনা সভায় ঢাকার যানজট নিরসনে মেয়র রিকশা মালিক শ্রমিকদের সহযোগিতা চান। এ সময় তাদের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেয়া হয়।


মেয়র আরো জানান, যেসব রাস্তায় রিকশা বন্ধ করা হয়েছে, খুব শিগগিরই সেসব এলকায় অন্তত ২০টি বাস নামানো হবে, এবং যাত্রীদের সুবিধার্থে প্রয়োজন মতো বাস স্টপেজ নির্মাণ করা হবে।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com